মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১০

Some funny definition but real

Life Insurance: 
এটা হচ্ছে এমন একটা চুক্তি যার বিনিময়ে আপনি সারা জীবন গরীব থাকবেন, মৃত্যুর পর ধনী হওয়ার জন্য!!!

Atom Bomb: 
এটা হচ্ছে এমন একটা আবিষ্কার যা অন্য আবিষ্কারকে ধ্বংস করে।

Nurse: 
যে আপনাকে ঘুম থেকে জাগাবে ঘুমের ঔষধ খাওয়ার জন্য।

Philosopher: 
যে সারা জীবন দুঃখ-কষ্টে পার করবে  মৃত্যুর পর অমর হওয়ার জন্য।

School:  
যেখানে বাবা pay করে, আর সন্তান play করে।

Boss:  
এমন একজন ব্যক্তি, যখন আপনি দেরীতে অফিসে যাবেন তখন সে আগে আসবে আর যখন আপনি তাড়াতাড়ি অফিসে যাবেন তখন সে অনেক দেরীতে আসবে।

Experience:
"ভুল" এর আরেক নাম।

Etc. : 
এটা হচ্ছে এমন একটা শব্দ যার মাধ্যমে আপনি অন্যদের বোঝান যে আপনি যা বলেছেন আসলে তার থেকেও বেশি জানেন। 

Compromise:  
কেক (cake) ভাগ করার এমন একটা কায়দা যার মাধ্যমে সবাই বিশ্বাস করে যে সেই বড় ভাগটি পেয়েছে।

 

৩টি মন্তব্য:

  1. Dada, excellent hoise. ebar ekta dictionary lekha suru koren..."Dictionary of funny definition"

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ শেখরদা, আপনার dictionary লেখার বুদ্ধিটা ভালো !!!!!!!
    definition গুলো যদিও funny কিন্তু আমাদের real life-এ এভাবেই implement হচ্ছে!!! তাই আপনি dictionary-এর যে নাম দিয়েছেন তা একটু change করলে ভালো হয়। এই যেমন ধরেন, "Dictionary of Definitions : Funny but Real"

    উত্তরমুছুন
  3. funny definition !!! ya..i have also a lot of collection. wanna post in this bangla blog "darkak o hazabaral"

    উত্তরমুছুন

...অহেতুক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ