Life Insurance:
এটা হচ্ছে এমন একটা চুক্তি যার বিনিময়ে আপনি সারা জীবন গরীব থাকবেন, মৃত্যুর পর ধনী হওয়ার জন্য!!!
Atom Bomb:
এটা হচ্ছে এমন একটা আবিষ্কার যা অন্য আবিষ্কারকে ধ্বংস করে।
Nurse:
যে আপনাকে ঘুম থেকে জাগাবে ঘুমের ঔষধ খাওয়ার জন্য।
Philosopher:
যে সারা জীবন দুঃখ-কষ্টে পার করবে মৃত্যুর পর অমর হওয়ার জন্য।
School:
যেখানে বাবা pay করে, আর সন্তান play করে।
Boss:
এমন একজন ব্যক্তি, যখন আপনি দেরীতে অফিসে যাবেন তখন সে আগে আসবে আর যখন আপনি তাড়াতাড়ি অফিসে যাবেন তখন সে অনেক দেরীতে আসবে।
Experience:
"ভুল" এর আরেক নাম।
Etc. :
এটা হচ্ছে এমন একটা শব্দ যার মাধ্যমে আপনি অন্যদের বোঝান যে আপনি যা বলেছেন আসলে তার থেকেও বেশি জানেন।
কেক (cake) ভাগ করার এমন একটা কায়দা যার মাধ্যমে সবাই বিশ্বাস করে যে সেই বড় ভাগটি পেয়েছে।
Dada, excellent hoise. ebar ekta dictionary lekha suru koren..."Dictionary of funny definition"
উত্তরমুছুনধন্যবাদ শেখরদা, আপনার dictionary লেখার বুদ্ধিটা ভালো !!!!!!!
উত্তরমুছুনdefinition গুলো যদিও funny কিন্তু আমাদের real life-এ এভাবেই implement হচ্ছে!!! তাই আপনি dictionary-এর যে নাম দিয়েছেন তা একটু change করলে ভালো হয়। এই যেমন ধরেন, "Dictionary of Definitions : Funny but Real"
funny definition !!! ya..i have also a lot of collection. wanna post in this bangla blog "darkak o hazabaral"
উত্তরমুছুন