Life Insurance:
এটা হচ্ছে এমন একটা চুক্তি যার বিনিময়ে আপনি সারা জীবন গরীব থাকবেন, মৃত্যুর পর ধনী হওয়ার জন্য!!!
Atom Bomb:
এটা হচ্ছে এমন একটা আবিষ্কার যা অন্য আবিষ্কারকে ধ্বংস করে।
Nurse:
যে আপনাকে ঘুম থেকে জাগাবে ঘুমের ঔষধ খাওয়ার জন্য।
Philosopher:
যে সারা জীবন দুঃখ-কষ্টে পার করবে মৃত্যুর পর অমর হওয়ার জন্য।
School:
যেখানে বাবা pay করে, আর সন্তান play করে।
Boss:
এমন একজন ব্যক্তি, যখন আপনি দেরীতে অফিসে যাবেন তখন সে আগে আসবে আর যখন আপনি তাড়াতাড়ি অফিসে যাবেন তখন সে অনেক দেরীতে আসবে।
Experience:
"ভুল" এর আরেক নাম।
Etc. :
এটা হচ্ছে এমন একটা শব্দ যার মাধ্যমে আপনি অন্যদের বোঝান যে আপনি যা বলেছেন আসলে তার থেকেও বেশি জানেন।
কেক (cake) ভাগ করার এমন একটা কায়দা যার মাধ্যমে সবাই বিশ্বাস করে যে সেই বড় ভাগটি পেয়েছে।