![]() |
'দাঁত দেখে কেউ করিসনে ভয়, মুখের ভেতর ফোকলা সবি' |
ছোটবেলায় একটা বই পরেছিলাম 'সুকুমার রায় সমগ্র' (Sukumar Ray)। 'হযবরল' (Hazabaral) নামে একটা ছড়া ছিলো...কেমন যেন উল্টাপাল্টা...কিছুই বুঝি নাই সেদিন; একটা ছেলে অংক করছিলো গাছের নিচে, আর উপরে বসে একটা কাক সেটা দেখছিল, অদ্ভুত সমাধানও দিচ্ছিলো......মাঝখানে গাছ বেচারা কেন অংক থেকে বাদ পরলো সেটা অবশ্য জানি না (সুকুমার রায় এ ব্যাপারে কিছু লেখে নাই)।
এখন আর ছোট নই, বড়বেলা......এখনও কেমন সব উল্টাপাল্টা......আশপাশ, মানুষজন, বন্ধু-বান্ধব; সবই হযবরল। 'সহজ-বরল' নামে কেউ কোন বই লেখে নাই, এই জন্য বোধ হই !!! সবাই uncommon হতে হতে sense টাকেও uncommon sense বানিয়ে ফেলেছে। আর এই জন্যই আমাদের চারপাশে অনেক হাস্যরসের (funny and comical) উপদ্রপ ঘটে। এসব দেখে কেউ হাসে, কেউ বিরক্ত হয়, কেউ বা নির্লিপ্ত !!!
আমরা এসব কিছুই তুলে ধরব এই ব্লগ দাঁড়কাক ও হযবরল (Darkak o Hazabaral)l এ...... যাদের বিরক্ত করা দরকার তাদের বিরক্ত করব, যারা হাসে তাদের আরও হাসাবো, যারা নির্লিপ্ত থাকে তাদের কানের সামনে কাকের মত কর্কশ কন্ঠে 'হহহ-যযয-ববব-ররর-ললল' বলে সজোরে চিল্লাবো, হয় হাসবে নাহয় বিরক্ত হবে, কেউ কেউ কেঁদে ফেলতে পারে !!!
......তবে এভাবেই শুরু হোক আমাদের এই বাংলা ব্লগ Bangla Blog যেখানে বাংলা ভাষাভাষী বাঙালী Bangali, Bengali মানুষেরা কথা বলবে প্রাণ ভরে।
দাঁড়কাকের বাসায় (Darkak) স্বাগতম !!!
দাঁড়কাকের বাসায় (Darkak) স্বাগতম !!!