হযবরল সম্পর্কে

About Hazabaral

দাঁড়কাক ও হযবরল - এর উদ্দেশ্য (objectives)

দাঁড়কাক ও হযবরল এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে এমন একটি সম্প্রদায় (community) তৈরি করা যেখানে সবাই একত্রিত হয়ে হাস্যরসের মাধ্যমে সময় কাটাবেন। এখানে আমরা যে সমস্ত বিষয় সংযুক্ত করতে চাচ্ছিঃ

    ১. বিভিন্ন বিনোদনমূলক বিষয়সমূহ
    ২. বিভিন্ন মজাদার ছবিসমূহ 
    ৩. সামাজিক অপ-কর্মকান্ড, অপ-তপরতা নিয়ে ব্যঙ্গ চিত্র এবং হাস্যকর লেখা ।
এর বাইরেও যদি কোন পরামর্শ থাকে তবে জানাতে সংকোচবোধ করবেন না।


 দাঁড়কাক ও হযবরলে লেখার নীতিমালা (rules)

   ১. কোনপ্রকার পর্ণগ্রাফি বা এ জাতীয় বিষয় সংযুক্ত করা যাবে না।
   ২. কোনপ্রকার রাজনৈতিক সংবেদনশীল (sensitive) বিষয় সংযুক্ত করা থেকে বিরত থাকুন।
   ৩. কোন সদস্যকে হেয় প্রতিপন্ন করে লেখা বা মন্তব্য করা যাবে না।


 দাঁড়কাক ও হযবরলে নিয়মিত লেখা বা ছবি পাঠাতে অথবা কোন  পরামর্শ দিতে হলে যা করতে হবে

"দাঁড়কাক ও চশমা" কে একটি বার্তা পাঠিয়ে দিন। বাকী যোগাযোগ সেই করবে (না করলে তাকে শূলে চড়াবেন)।
"দাঁড়কাক ও চশমা" কে  বার্তা পাঠাতে হলে ব্লগ এর একেবারে নিচে দেখুন।
       অথবা 
এই পৃষ্ঠার নিচে মন্তব্য করুন।





৩টি মন্তব্য:

  1. ami lekha ebong picture post korte chai....ekhon ki korte hobe?
    bangla lekha pathhabo ki vabe?

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ Turina "দাঁড়কাক ও হযবরল" এ আপনার আগ্রহ প্রকাশ করার জন্য।
    আপনার content attach করে একটা ই-মেইল করুন এই ঠিকানায় roadtobd@gmail.com
    আপনার content যদি ভালো হয় এবং আমাদের নীতিমালা লঙ্ঘন না করে তবে আপনার লেখা আপনার নামে প্রকাশ করা হবে। এবং যদি আপনি চান যে এখানে নিয়মিত লেখা প্রকাশ করবেন তাহলে ই-মেইল এ উল্লেখ করুন। একটি invitation পাঠানো হবে আপনাকে। Invitation accept করার পর আপনি নিজে থেকেই লেখা post করতে পারবেন। তবে এজন্য "দাঁড়কাক ও হযবরল" এর সদস্য হওয়া বাঞ্চনীয়।

    উত্তরমুছুন
  3. @Tunina
    বাংলা লেখার জন্য আপনি "বিজয়" ব্যবহার করতে পারেন। আর যদি বিজয় কঠিন মনে হয় তবে "অভ্র" চেষ্টা করে দেখতে পারেন। "অভ্র" দিয়ে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন। "অভ্র" যদি না থাকে তবে নিচের এই লিংক থেকে download করে নিতে পারবেন।

    অভ্র ডাউনলোড

    এরপরও যদি ব্যাপারটা আপনার কাছে হযবরল মনে হয় তবে আপনি আপনার লেখাগুলি "বাংলিশ" করে পাঠাতে পারেন। আমরা আপনার লেখা বাংলায় করে নিব।
    বিঃদ্রঃ বাংলিশ হচ্ছে ইংলিশ দিয়ে বাংলা উচ্চারন লেখা। যেমনঃ বাংলায় "দাঁড়কাক" আর বাংলিশ-এ "darkak"
    আরও ভালোভাবে বুঝতে হলে আপনি আপনার মন্তব্যটা খেয়াল করুন, ইহাই খাঁটি 'বাংলিশ" এর উদাহরন।

    উত্তরমুছুন

...অহেতুক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ